জরুরি বিভাগে মধ্যরাতে তালা ডাক্তার সেবক কর্মচারী ঘুমে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের গেটে মধ্যরাতে ঝুলছে তালা। অঘোর ঘুমে চিকিৎসক, সেবক ও কর্মচারীরা! গত শুক্রবার রাত ১২টা থেকে ২টা সরেজমিন পরিদর্শনে এ দৃশ্য দেখা যায়। এর আগের দিন মধ্যরাতেও একই চিত্র চোখে পড়ে। বৃহস্পতিবার রাতে গেটে তালা ঝুলতে দেখে সেখানেই দাঁড়িয়ে জরুরি বিভাগে ফোন করা হলে ঘুম চোখে একজন সেবক ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী বেরিয়ে আসেন। এ সময় তারা গেটে ওই রাত ১টায় তালা লাগানোর কথা স্বীকার করেন। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগরে সরকারি বড় হাসপাতাল দুটি। একটি চট্টগ্রাম...
Posted Under : Health News
Viewed#: 28
See details.

